কলারোয়া ( সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুব জামায়াতের ইউনিয়ন সভাপতির মৃত্যু হয়েছে। শনিবার ( ৪ অক্টোবর) সকাল ১১ টায় কলারোয়া উপজেলার ৫ নং কেড়াগছি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি জিএম মামুন( ৩০) এর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয় ।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,সে ঘরের গ্রীল লাগানোর সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। মৃত জিএম মামুন (৩০) কলারোয়া উপজেলার বাকশা গ্রামের মোঃ জান আলী গাজীর ছেলে। তাঁর মৃত্যুতে কলারোয়া উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রুহের প্রতি দোয়া ও মাগফিরাত কামনা করেন।