খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজসংলগ্ন এলাকায় সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আরও চারজন আহত হন। নিহতরা হলেন ইজিবাইক যাত্রী মোঃ তানজিম ও রফিকুল। আহতদের মধ্যে রয়েছেন নিহতের তানজিমের বড় ভাই মোঃ জিহাদ, ট্রাকের যাত্রী মোঃ জালাল, হেল্পার মোঃ ইমন, ট্রাক চালক মোঃ আল আমিন। লবনচরা থানার ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন, ট্রাক- ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন । তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ওসি জানান, সোমবার ভোরের দিকে চাঁদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।