বগুড়া অফিস
শনিবার রাতে বগুড়া শহরের ২১নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরে ভাই ভাই পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনে পেপার মিল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানা গেছে। দূর্ঘটনার পর রোবার সকালে ঘটনাস্থলে ছুটে যান বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি ক্ষতিগ্রস্ত পেপার মিল পরিদর্শন করেন। তিনি পেপার মিলের মালিক আব্দুল হান্নান কে ধৈর্য্য ধারণের পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, আই বি ডাব্লিউ এফ শহর সভাপতি মাহফুজুল হক, ২১ নং ওয়ার্ড আমীর আব্দুস সালাম করিম, মাওলানা আব্দুল জলিল।জামায়াতের পক্ষ থেকে শহর আমীর অসহায় ব্যবসায়ীকে অর্থ সহায়তা প্রদান করেন।