দিনাজপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। গতকাল বুধবার দিনাজপুর শহরতলীর লক্ষ্মীতলা এলাকায় একজন ও বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কমোর রাইস মিল সংলগ্ন এলাকায় ২ জন নিহত হয়। নিহতরা হলেন- দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা ও আল ফালাহ আ’ম উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও কর্মকর্তা আনিসুর রহমান (৫৯), বীরগঞ্জের মহুগাঁও বাজার এলাকার তারিনী বর্মন (৩৫) ও তার স্ত্রী ইতি রানী (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার আগে দিনাজপুর-ঢাকা মহাসড়কের লক্ষ্মীতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনিসুর রহমান নামে এনজিও কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয়। বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে মোহনপুর ব্রীজ এলাকায় ট্রাকচালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করে। দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ জানায়, ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এর আগে সকালে বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ইতি রানীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। বীরগঞ্জ থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।