শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে বেনাপোল-যশোর মহাসড়কের দিঘীরপাড় ফায়ার সার্ভিস অফিসের সামনে। নিহত গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন (১৭) বেনাপোল গয়ড়া গ্রামের মোঃ মোমিন হোসেনর ছেলে। নিহত ইসমাইল বেনাপোল বলফিল্ডের সামনে সাদ্দামের মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী।

সূত্রে জানাগেছে,রোববার সকালে বেনাপোল থেকে ধান বোঝাই একটি ট্রাক্টর ইসমাইলের সাইকেলে ধাক্কা দেয়। এ সময় ইসমাইল ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। এ অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।