খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়া খোকসা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ব্র্যাক অফিসের পাশে শনিবার (৩১ মে) সকাল ৯.০০ টার সময় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আশা রাজবাড়ীগামী বাস বিপরীত থেকে আশা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জলাশয়ে উল্টে যায়। সংঘর্ষের তীব্রতায় উদ্ধারের সময় ঘটনাস্থলে হাত কেটে পড়ে যাওয়া এক মহিলা কে উদ্ধার করে স্থানীয়রা। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য কুষ্টিয়াÑরাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়। খোকসা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আবির হোসেন সোহাগ জানান, দুর্ঘনায় আহত ৩১ জন কে প্রাথমিক সেবা সম্পূর্ণ করে হাসপাতালে ভর্তি করা হয়। এবং এর মধ্যে দুজন গুরুতর আশঙ্কা জনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন মৃতে্যুর সংবাদ পাওয়া যায়নি।