যশোর সংবাদদাতা : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যশোরের নওয়াপাড়া ইউনিয়নের পাঁচজনসহ সাতজন। নিহত পাঁচজনই ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মী। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যশোরের প্রতিটি ঘরে, প্রতিটি এলাকায়।
গত শুক্রবার রাত ১২টার কিছু পরে যশোর থেকে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হন ৫৫ জন নেতাকর্মী। যাত্রীবাহী ‘হামদান এক্সপ্রেস’ পরিবহনের বাসটি রাত ৩টা ৩০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুইজনের মধ্যে একজন গাড়ির হেলপার, যার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন— মুজাহিদ জিল্লুর রহমান (৬৫), পিতা: বজলুর রহমান, গ্রাম: আড়পাড়া, মধুগ্রাম, যশোর, ডা. আব্দুল জালিল (৬৫), পিতা: ইনসান আলি, গ্রাম: নওয়াপাড়া (ইসলামী আন্দোলন, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি) ডা. আব্দুল হালিম (৫৫) মাওলানা মোস্তফা (৩৪), দায়িত্বশীল বলেন, ইসলামী আন্দোলন যশোর জেলা মুফতি আবু বকর (৪৩) মুফতি আব্দুর রহমান (৫২) হাসিব (৩২), পিতা: মো. বাপ্পি।
ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার দায়িত্বশীল , এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে ঢাকার আলকাইব হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোটা যশোরজুড়ে নেমে আসে শোকের মাতম। পরিবারের কান্না আর স্বজন হারানোর বেদনায় ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস। শহর, গ্রাম, মসজিদ-মাদ্রাসা, প্রতিটি জায়গায় আলোচনা একটাই— এই নির্মম প্রাণহানির ঘটনা।
ইসলামী আন্দোলন যশোর অন্য এক দায়িত্বশীল জানান, দুপুরের দিকেই নিহতদের লাশ যশোরে পৌঁছায়। বিকেলে জানাযা শেষে তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। কান্নায় ভেঙে পড়েন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।
এ ঘটনায় গোটা যশোরবাসী এক গভীর শোক আর বেদনাময় পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছেন। এ এক অপূরণীয় ক্ষতি। পরিবার হারাল স্বজন, সংগঠন হারাল নির্ভরযোগ্য কর্মী আর জেলা হারাল এক ঝাঁক সৎ, নিষ্ঠাবান নাগরিক।
সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে সর্বত্র।