DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ঘর পুড়ে ছাই

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি দোকান এবং ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকার। গত শনিবার রাতে উপজেলার শান্তিরহাট বাজারে এই ঘটনা ঘটে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি দোকান এবং ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকার। গত শনিবার রাতে উপজেলার শান্তিরহাট বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,জলিল সওদাগরের ভাড়া বাসার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফটিকছড়ি ফায়ার সার্ভিস দীর্ঘ দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে জালাল সদাগরের ৪টি, শেখ আহমদের ২০টি, দেলোয়ারের ২টি এবং আক্কাসের ৪টি সহ সর্বমোট ৩০টি দোকান ও ঘর পুড়ে যায়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট কাজ করেছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।