দুর্ঘটনা
রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহী নিহত
রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Printed Edition
রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)। রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।