কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের শরফাতলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে নিজ টিন সেড ঘরে আগুন দিয়ে বৃদ্ধ চাচা গোলাম মোস্তফা তালুকদারকে (৬৭) হয়রানি করতে থানায় মামলা ও অপপ্রচারের অভিযোগ উঠেছে একই বাড়ির আবু সালেহ মূসা তালুকদারের বিরুদ্ধে। নিরীহ প্রবাসী পরিবারকে হয়রানির ঘটনায় বুধবার সকালে শরফাতলী তালুকদার বাড়ি প্রাঙ্গণে বিক্ষোভ করে গ্রামের শতশত মানুষ। অভিযুক্ত আবু সালেহ মূসা ওই গ্রামের আব্দুল বারিক তালুকদারের ছেলে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আবু সালেহ মূসা নিজ ঘরে আগুন দিয়ে তার চাচা মোস্তফা তালুকদারকে ফাঁসানোর চেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী ও গ্রামবাসী।
ভুক্তভোগী মোস্তফা তালুকদার বলেন, আমার সাথে আমার ভাতিজা মূসার জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বিরোধের জেরে সোমবার রাতে মূসা নিজ ঘরে আগুন দিয়ে আমার বিরুদ্ধে সে থানায় অভিযোগ করে এবং আমাদের গ্রামের আব্দুল মোতালেব তালুকদার ও আব্দুল খালেক তালুকদার মিলে ষড়যন্ত্র মূলক ভাবে অপপ্রচার চালিয়ে আসছে। আগুন দেখে আমি-সহ গ্রামবাসী আমার ছাদের ট্যাংকির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ছাড়াও তারা বিভিন্ন সময়ে আমার উপর হামলা, আমার ঘর ডাকাতি-সহ বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।