সাদুল্লাপুর সংবাদদাতা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইট বোঝাই অবৈধ মাহেন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এনামুল হক (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার উপজেলার নলডাঙ্গা রহমতপুর বাজার পাকা সড়কের শ্রীরামপুর মিয়ার বাজার সংলগ্ন মরহুম সাবেক চেয়ারম্যান দুলা মিয়ার বাড়ির সন্নিকটে এঘটনাটি ঘটে।

নিহত এনামুল হক রংপুর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা।তার বাবার নাম মৃত বাবু শেখ। তিনি পেশায় একজন রড মিস্ত্রি। নিহতের নানী জানান, ছোটবেলায় এনামুলের বাবা মা মারা যায়।এরপর আমি তাকে লালন পালন করি।

এখবর পেয়ে সাদুল্লাপর থানার উপপরিদর্শক সুকুমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এনামুলের মরদেহ উদ্ধার করে। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকারের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত এনামুল নলডাঙ্গা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতিতে একটি মাহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, আইনপ্রয়োগকারী সংস্থার নাকের ডগার ওপর দিয়ে এ অঞ্চলের সড়কগুলোর ওপর দিয়ে দীর্ঘদিন ধরে এসব মরনযন্ত্র ট্রাক্টর দিনভর বেপরোয়াগতিতে বালু, মাটি, ইটসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী অবাধে বহন করে।একারণেই প্রায়ই এসব মরনযন্ত্র ট্রাক্টরের কবলে পড়ে অনেকেই অকালে মৃত্যুবরন করলেও দেখার যেন কেউ নেই।