শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্প্রতি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আরিফুল ইসলাম কালিগঞ্জ উপজেলার খড়িতলা গ্রামের আব্দুল আলিমের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আরিফুল ঘরের মেঝেতে খেলছিল। এ সময় হঠাৎ করে একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মামা জানান, দুই ভাইবোনের মধ্যে আরিফুল ছিল ছোট। ঘটনার সময় পরিবারের কেউ ধারণাও করতে পারেনি যে, এটি বিষধর সাপের কামড় ছিল।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাকির হোসেন বলেন, হাসপাতালে সাপের কামড়ের প্রতিকারে প্রয়োজনীয় ভ্যাকসিন মজুদ রয়েছে। কিন্তু শিশুটিকে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় পথেই তার মৃত্যু হয়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।