কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় পুকুরের পানিতে ডুব ৮ বছরের শিশুর কন্যার মৃত্যু হয়েছে।কলারোয়া উপজেলার বাকসা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
সম্প্রতি সুমাইয়া আছমিন মিতু(৮) বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ বাড়িতে না আসায় স্বজনরা খোঁজাখুঁজির পর পুকুরে নামার বাঁশের সিঁড়ির নিচে পানিতে ভাসতে দেখতে পায়।তারা তাকে মৃত অবস্থায় পানি থেকে উপরে উঠায়। সে কলারোয়া উপজেলার বাকসা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলীর একমাত্র মেয়ে।