রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা : রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সুমন মিয়া (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

গত মঙ্গলবার ভোর বেলা স্থানীয় খিয়ার জুম্মা এলাকার এস বি এল ইট ভাটার নিকট এ র্দুঘটনা ঘটে। নিহত সুমন সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার অধিবাসী। তিনি তারাগঞ্জ উপজেলার একটি জুতার কোম্পানিতে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় ঘাতক পিকআপ ভ্যান গাড়িটি পুলিশ আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছে।

গোমস্তাপুর : ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই যুবক আশিক (২৮) ও আব্দুল্লাহ রুশো (৩০)। নিহত আশিক ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে এবং রুশো বড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে। দু’জনই মোটরসাইকেলে করে গন্তব্যের পথে যাচ্ছিলেন। তেঁতুল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই তারা মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই সব শেষ কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ লাশগুলো দেখেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

হঠাৎ মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণপ্রিয় দুই তরুণের বিদায়ে স্তব্ধ তাদের পরিবার, বন্ধু ও পরিচিতজন। আবারও সড়কে অহরহ প্রাণহানির ঘটনার প্রতি নজরকাড়া প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে গেলো এই দুর্ঘটনা।

সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে এবং আহত ১ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ারজুম্মা বাজারের পুর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল চালকের নাম মো সুমন ইসলাম (৩২)। আর গুরুত্বরভাবে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মোটর সাইকেল আরোহী রহমোতুল্লা,ইসলাম (কালঠু)। দুইজনেরই বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পুর্ব অসুরখাই কোরানি পাড়া।