গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাহোগ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে তৈজুল ইসলাম (৫৮) বৈদ্যুতিক শর্ট লেগে মারা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তৈজুল ইসলাম ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লুজ তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তার পরিবারের লোকজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।