লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া আবারও সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতের আমির সাংগঠনিক কাজে রায়পুরে যাওয়ার পথে দালাল বাজার এলাকায় তাঁর ব্যবহৃত প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। দুর্ঘটনায় প্রাইভেটকারের বা পাশের সামনের অংশ ভেঙে যায়। অল্পের জন্য বেঁচে যান জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়াসহ তাঁর সফর সঙ্গী আনোয়ার হোসেন ও চালক। তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকের চালককে।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছেন জামায়াত আমিরসহ সফর সঙ্গীরা। তিনজনেই সামান্য আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আল্লাহর রহমতে তারা সুস্থ আছেন।’

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালককে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’ প্রসঙ্গত, কয়েক মাস আগে রামগতি উপজেলায় যাওয়ার পথে করাইতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। চিকিৎসাধীন ছিলেন কয়েক মাস। কিছুদিন আগে সুস্থ হয়ে আবারো সাংগঠনিক কাজে নিয়োজিত হন। মাস্টার রুহুল আমিন ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদিন কোনো না কোনো জায়গায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।