গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার রফিক কাউন্সিলর মার্কেটে রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তৈরী পোশাকের অন্তত সাতটি শো-রুম, একাধিক গুদামঘর, মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাপড় সম্পূর্ণভাবে পুড়ে যায়। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সোয়া চারটার দিকে একটি কাপড়ের শো-রুম থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা আশপাশের শো-রুম ও গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে ভোগড়া মর্ডান ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এফএস নীট ফ্যাশন, আলিফ কালেকশন, এবি ফ্যাশন, সাহারা ডেনিম হাউজ, এম এফ ফ্যাশন, আবরা ফ্যাশন ও আল আবাওয়াইন ফ্যাশনের শো-রুমসহ এসব প্রতিষ্ঠানের গুদামঘর ও মেশিনপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একজনেরই অন্তত ৫০ লাখ থেকে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।