স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরের পুবাইল থানার সমরসিং এলাকায় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণ প্রাণ হারিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে হাবিব পাম্পের সামনে বাইপাস টু গাউসিয়া গামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাজীপুর মহানগরের পুবাইল থানার তালটিয়া পূর্বপাড়ার বাসিন্দা মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং একই থানার তালটিয়া বাথানবাড়ীর বাসিন্দা জামান মিয়ার ছেলে লিখন (২১)। তারা মোটরসাইকেলযোগে দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
গাজীপুর মহানগরের পুবাইল মেট্রো থানার অফিসার ইনচার্জ, এস এম আমিরুল ইসলাম জানান,সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুবাইল থানা পুলিশের মোবাইল-৬ ডে পার্টি ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হন। দায়িত্বপ্রাপ্ত এসআই মোঃ নাসির উদ্দিন স্থানীয় লোকজন ও স্বজনদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ দুটি শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল টঙ্গীতে প্রেরণ করেন।
এ ঘটনায় মোটরসাইকেল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের পরিবার থেকে জানানো হয়েছে, এ দুর্ঘটনায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।