হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে হাটে বিক্রি করা কোরবানির গরুকে বাড়ি নিয়ে যাবার পথে নদীতে ডুবে কবির খাঁন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সম্প্রতি জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির খাঁন একই এলাকার মৃত হাবিবুর খাঁনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে বিক্রির জন্য হাজীপুর বাজারে গরু হাটে গরু নিয়ে যান কবির খাঁন । গরুটি বিক্রি করে কোরবানির আগের দিন পর্যন্ত লালন করার জন্য বাড়ির উদ্দেশ্যে যাবার পথে হঠাৎ গরুটি পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের শাখা নদীতে লাফ দেয়৷ হাতে থাকা গরুর রশির টানে সেও লাফ দেয়৷ কিছুক্ষণ পর গরুটি তীরে উঠে আসলেও কবির খাঁন উঠতে পারে নি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।