হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুইজন হলেন- ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫)।

রোববার ভোররাত ৪টার দিকে চিকনদ-ী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়) ছেলে এবং আবিদুল হাসান একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবিদুল হাসান। পরে ভাতিজা রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে।