রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের টেকেরহাট কবিরাজপুর সড়কের চাঁদপট্টি ছারেকের দোকানের সামনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন । নিহতরা হলেন চাঁদপট্টি গ্রামের হান্নান মল্লিকের ছেলে ইমন(১৯)ও একই গ্রামের ছিদ্দু খালাসীর ছেলে রাজন (১৬)।