রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর তোফাজ্জল হোসেন নামে এক কৃষকের বাড়ি বৃহস্পতিবার গভীর রাতে আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এ অগ্নিকান্ডে গরু, ছাগল ও হাঁস-মুরগীসহ বাড়ির মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এতে বাড়ি-ঘর ও গরু-ছাগল হারিয়ে কৃষক তোফাজ্জল দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের তজের আলীর ছেলে তোফাজ্জল কৃষিকাজ করে দিন যাপন করেন। বসত বাড়িটি পাকা টিনের ছাওনী ঘেরা বাড়িতে বসবাস করেন তিনি। প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে হঠাৎ আগুনের তাপ অনুভব করে জেগে উঠে। ঘুম থেকে জেগে দেখে ঘরে আগুন দেখতে পায়। তার ডাকে সবাই জেগে চিৎকার দিলে পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানো চেষ্টা করে তা ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তার এসে আগুন নিভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে ওই আগুনে লেলিহানে সমস্ত ঘর বাড়ি ছেয়ে যায়। ঘরের চাতালের উপর রাখা ধান, ভুট্রা, পেঁয়াজসহ গরু, ছাগল, হাাঁস, মুরগীসহ বাড়ির সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এ অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে বাড়ির মালিকর সাথে কথা হলে তিনি জানান, রাত ৩টার দিকে তার বাড়িতে আগুনে তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এতে তিনি ১০ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি করেছেন।