গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগরে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। শনিবার দুপুরে খেলতে গিয়ে গোদারাঘাট নতুন মসজিদের পেছনের বিলে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু—আবু রায়হান (১২) ও ওসমান গনী (১১)।

জানা গেছে, দুপুর ১২টার দিকে ৫০ নম্বর ওয়ার্ডের বিলপাড়ে ফুটবল খেলছিল ৮–১০ জন শিশু। খেলার সময় বলটি পানিতে পড়ে গেলে আবু রায়হান তা তুলতে নেমে যায়। কিন্তু পানির গভীরতা বুঝতে না পেরে সে ডুবে যায়। সঙ্গে থাকা বন্ধু ওসমান গনী তাকে বাঁচাতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা এসে দুজনকেই উদ্ধার করে দ্রুত টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আবু রায়হান এরশাদনগরের ৮ নম্বর ব্লকের মফিজ উদ্দিনের ছেলে এবং ওসমান গনী একই এলাকার তোফায়েল মিয়ার ছেলে।

ঘটনা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি, ফরিদুল ইসলাম জানান, “লাশ দুইটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল ও আশপাশে নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের এমন অকালমৃত্যুতে এলাকাজুড়ে বইছে কান্নার রোল।