চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় থেমে থাকা বাসের পিছনে ধাক্কা দেয় নিয়ন্ত্রণহীন অপর বাস। এতে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে হেলাল (২২) নামে এক বাস হেলপারের।

সম্প্রতি চান্দিনা-বাগুর বাস স্টেশনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বাসের হেলপার হেলাল চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার স্থানীয় পরিবহন (পাপিয়া সার্ভিস) বাসের হেলপার।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- আলবারাকা বাসটি ব্রেক ফেল করে এ দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনা কবলিত দুটি বাসই আমরা উদ্ধার করে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।