করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : সম্প্রতি করিমগঞ্জে বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরু মারা গেছে। জানা গেছে, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সালুয়াকান্দি গ্রামের দরিদ্র কৃষক কামাল মিয়ার দুটি গাভী বাছুর ও একটি যাঁড় বাছুর ঘটনাস্থলেই মারা গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সকালে এই তিনটি গরু বাড়ির কাছে রাস্তার পাশে গাছে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে আসে। সেই সময় বজ্রপাতে গরু তিনটি মারা যায়। মালিক কামাল মিয়া ঘর থেকে বের হয়ে দেখেন গরুগুলো মরে পড়ে আছে। দরিদ্র এ কৃষকের গরুগুলো উপার্জনের একমাত্র সম্বল ছিল। তার এ সম্বলটুকু হারিয়ে এখন দিশাহারা হয়ে পড়ছেন।