বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় কাশেম আলী মন্ডল (৬০) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গড়মাটি ঘাট গুচ্ছগ্রামের নায়েব আলী মন্ডলের ছেলে। গড়মাটি বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তিনি গড়মাটি বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টার দিকে তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে পাবনাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত বনপাড়ার একটি ক্লিনিকে নেয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পিছু ধাওয়া করে ঈশ্বরদী এলাকার একটি ফিলিং স্টেশন থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।