DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

দুর্ঘটনা

=৩ জনের অস্বাভাবিক মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে জান্নাতি আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Printed Edition
Default Image - DS

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে জান্নাতি আক্তার নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির নলকূপের পাশে রাখা বালতির পানিতে অসাবধানতাবশত পড়ে যায় জান্নাতি। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে। এরই একপর্যায়ে বালতির পানিতেই তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেনাসদস্য নিহত হয়েছে। গত মঙ্গলবার বিকালে ধামরাই উপজেলার ডেমরান এলাকায় মাটিবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী সেনাসদস্য শরীফুল ইসলাম (২২) নিহত হয়েছে।

নিহত শরীফুল ইসলাম ভাড়ালিয়া ইউনিয়নের কাকরান হালুয়া পাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক ট্রাকটি কে আটক করতে পারেনি।

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে মহরম মিয়া (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরম আলী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে।

তিনি হাজীপুর ইউনিয়নের পীরের বাজারে ব্যবসা করতেন।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন। এতে তার মাথাসহ দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বিষয়টি।