রাজধানীর গুলিস্তানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আট তলার ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, গুলিস্থানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুনের খবর পাওয়ার পর আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৭ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আরো ২টি ইউনিট পথে আছে। তিনি বলেন, মূলত বাণিজ্যিক ৮ তলা ওই ভবনের ছাদে একটি গোডাউন আছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত।