মফিজুর রহমান, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে রুকসানা (১০) ও দেড় বছর বয়সী আরিয়ান হোসেন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে, কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন। ভাঙচুর এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ১২ মার্চ দুপুর ৩টার দিকে উপজেলার বুইকারা গ্রামে রুকসানা এবং একইদিন সকাল ১১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান হোসেন তার নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
রুকসানা বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আরিয়ান হোসেন মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার মিঠাপুকুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।
রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুরে রুকসানা তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে পুকুরের গভীর অংশে রুকসানা তলিয়ে গেলে সহপাঠীরা আমাদের খবর দেয়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রায় ৩০ মিনিট পর জরুরি বিভাগে আসেন এবং রুকসানাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, সঠিক সময় চিকিৎসক উপস্থিত হলে আমার মেয়ের মৃত্যু হতো না। আজ চিকিৎসকের অবহেলার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। তারপরও সরকারি হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের মারপিট এড়াতে ওসির সহযোগিতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা হাসপাতালে রয়েছি।