গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : ঢাকা বরিশাল মহাসড়কে গৌরনদীর আসোকাঠী নামক স্থানে বাস চাপায় আব্দুর রশিদ খান( ৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গৌরনদী আসোকাঠী ফিলিংস্টেশন এর সামনে জনৈক পথচারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা সেভেন স্টার একটি বাস পথচারীকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত আব্দুর রশিদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে চলা সেভেন স্টার বাসটি মুহূর্তে আব্দুল রশিদকে চাপা দিয়ে চলে যায় বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত আব্দুর রশিদ খান পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে, গৌরনদী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ জানান ঘাতক বাসটি আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।