চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় একসঙ্গে পথচলা দুই বন্ধুর জীবন থেমে গেল একই সড়কে, একই মোটরসাইকেলে। কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুল মোড় এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা দিলে প্রাণ হারান সেলিম (২২) ও তানজিল (২৩)। গত ২৪ নভেম্বর দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গত দুই দিনে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট চারজন।
স্থানীয় সূত্রে জানা যায়, লোকনাথপুর গ্রামের দুই বন্ধু সেলিম ও তানজিল মোটরসাইকেলে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান আরোহী সেলিম। গুরুতর আহত তানজিলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া চলছে।
দুই তরুণের একই দিনে মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন হারিয়েছে প্রিয় দুই সন্তানের হাসিমুখ, বন্ধুরা হারিয়েছে জীবনের সঙ্গী।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় গত ২৩ নভেম্বর দুপুর ১টার দিকে যাত্রীবাহী বাসচাপায় নিহত হন পাখিভ্যানচালক রমজান (২৮) ও ক্ষুদ্র ব্যবসায়ী পারভীনা খাতুন (৪৫)। একই ঘটনায় আহত হন আরও দুইজন। গত দুই দিনে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোট চারজন।