দুর্ঘটনা
বাগমারায় জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানির মৃত্যু
রাজশাহীর বাগমারায় গতকাল সোমবার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ অনুমোদনহীন এক জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।
Printed Edition
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গতকাল সোমবার গণিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ অনুমোদনহীন এক জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে। এছাড়া তেলের দোকানিসহ অপর একজন অগ্নিদগ্ধ হয়েছে। স্থানীয়রা অগ্নিকাণ্ডের মৃত্যুর ঘটনা জানালেও পুলিশ হার্টঅ্যাটাকে মৃত্যুর কারণ বলে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১০টার দিকে মোহনগঞ্জ বাজারের অদূরে মাদারীগঞ্জ বাজারের আশা সিনেমা হলের নিকটে নওহাটা বিমান বন্দর এলাকার জনৈক আব্দুল আউয়াল (৬০) নামে এক জ্বালানি তেলের ব্যবসায়ী স্থানীয় আশরাফ আলীর এক দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিল। গতকাল কোন এক গ্রাহককে তেল দিতে গিয়ে আকস্মিক তেল ভর্তি জারকিনে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে পুরা দোকানে ছুড়িয়ে পড়ে। দোকানি চিৎিকারে আশেপাশের লোকজন ছুটে আসে। জ্বালানি তেলের দোকান হতে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দোকানের মধ্যে টাকা আনতে ছুটে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আহত হন দোকানী আউয়াল। একইভাবে আগুন নিভাতে গিয়ে ঘরের মুল মালিক আশরাফ অগ্নি˜গ্ধ হয়ে পড়ে। উভয়কে মেডেকেলে নেয়ার পথে আউয়ালের মৃত্যু হয়। তবে বাগমারা থানা সূত্রে আউয়ালের মৃত্যু ঘরের আগুন দেখে হার্টঅ্যাটাকে হয়েছে বলে দাবি করেছেন। এ ব্যাপারে কোন মামলা এ রিপোর্ট লেখা পর্যন্ত হয়নি বলে জানা গেছে।