মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে রোগী নিয়ে কুষ্টিয়া হাসপাতালে যাওয়ার পথে মাইক্রোবাস ও ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৩ জন। নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নুর আক্তার ওরফে লাল বানু (৪২), জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিন আলী (৪০) ও গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাইক্রো চালক জামাল হোসেন (৪৭)। এ ঘটনায় আহতরা হলেন- গাঁড়াডোব গ্রামের ফজিলা খাতুন (৭০), একই গ্রামের গোলাপজান খাতুন (৪৬) ও উলফাতন নেছা (৩৫)। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর শুকুরকান্দি যাত্রী ছাউনীর অদূরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গাঁড়াডোব গ্রামের অসুস্থ ফজিলা খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে একটি মাইক্রোযোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা। মাইক্রোবাসটি গাংনীর শুকুরকান্দি যাত্রী ছাউনীর কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাম ট্রাককে ধাক্কা দেয়। ওই ধাক্কায় মাইক্রোর ভিতরে থাকা রোগী ফজিলা, ফজিলার মেয়ে নুর আক্তার, ফজিলার ভাইয়ের ছেলে শাহিন, মাইক্রো চালক জামালসহ আরো ৩ জন গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক নুর আক্তার ও চালক জামালকে মৃত ঘোষণা করেন। এসময় শাহিনের শারীরিক অবস্থার আরো অবনতি দেখা দেয়ায় ওই রাতেই তাকে রাজশাহী হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। এ দিকে আহতরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটিদল বিষয়টি তদন্ত করছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কথা এলাকায় পৌঁছালে আত্মীয়সহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রতুলীবাজারে দুর্ঘটনা এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজু আহমদ ও পথচারী প্রণজিত গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মুন্না উপজেলার বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোটরসাইকেলে রাজু আহমদ ও মুন্না আহমদ আহমদ আজিমগঞ্জ থেকে রতুলীবাজারের দিকে আসছিলেন। তারা রতুলীবাজার এলাকায় পৌঁছামাত্র পথচারী প্রণজিত রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী রাজু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সেলুনের দোকানের পিলারে সাথে ধাক্কা খান। এতে রাজুর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মুন্না আহমদ ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন রাজু আহমদ ও পথচারী প্রণজিত। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বুধবার বিকেলে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।