বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফরিদা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সম্প্রতি উপজেলার জাঙ্গিরাই চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদা বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আবদুল আহাদের মেয়ে। তিনি জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সোমবার দুপুরে ইংরেজি বিষয়ের পরীক্ষা দিতে কলেজে যান ফরিদা। বিকেল পাঁচটার দিকে পরীক্ষা শেষে ছোট ভাই ফরহাদের (১৮) সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে পেছনের সিটে থাকা ফরিদা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে ফরিমা মারা যান। জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, নিহত কলেজ ছাত্রীর পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। কর্তৃপক্ষ অনুমতি দেয়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।