তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুর। নিহত শিশুটির নাম শাফায়াত (৪)। সে উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র।

গত ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দি গ্রামের চা দোকানি খোকন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, খোকন মিয়ার ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শাফায়াত তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে তখন বিয়ের আনন্দ-উল্লাস ও ব্যস্ততা চলছিল। সেই সুযোগে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের গর্তের খালে পড়ে যায়। কিছু সময় পর শাফায়াতকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খালে খোঁজ শুরু করেন। পরে পানিতে ভেসে উঠলে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির নিথর দেহ বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও স্বজনরা। মুহূর্তের মধ্যেই বিয়ের সব আনন্দ বিষাদে পরিণত হয়। শোকের ছায়া নেমে আসে পুরো পরিবার ও এলাকায়। একটি ছোট্ট প্রাণের এমন করুণ পরিণতিতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বেদনা।