আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের আলীকদম উপজেলায় শুক্রবার বেলা ১১টার দিকে একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে থংয়া ম্রো (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার মাংগু পাড়ার বাসিন্দারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি জিপে করে আলীকদম কলারঝিরি যাচ্ছিলেন। জিপটিতে থাকা সকলেই ম্রো সম্প্রদায়ের এবং একই পাড়ার বাসিন্দা। গন্তব্যে পৌঁছানোর আগে কলারঝিরি এলাকার জমিরাম পাড়ার কাছে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই থংয়া ম্রো নামের এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও নারী ও শিশুসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়েছি, একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে এবং ঘটনাস্থলেই একজন মারা গেছেন।
দুর্ঘটনা
আলীকদমে জিপ খাদে পড়ে নিহত ১ ॥ আহত ২০
বান্দরবানের আলীকদম উপজেলায় শুক্রবার বেলা ১১টার দিকে একটি জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে থংয়া ম্রো (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।