মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বায়েজিদ (৮) নামে এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বায়েজিদ গুয়াগাছিয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। সে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন,আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনা
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার ছাত্র নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বায়েজিদ (৮) নামে এক মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ছোট বসুরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বায়েজিদ গুয়াগাছিয়া নূরানী ও হাফিজিয়া