সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা মা-মেয়ে নিহত হন। আহত হয়েছেন একই পরিবারের আরও ২ জন।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত মাসুদা আক্তার (৫০) ও সানজিদা আক্তার চুমকি (২৮) সম্পর্কে মা-মেয়ে। আহত বদিউল আলম ও তার নাতি সাফওয়ান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা পৌর সদরের মৌলভীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।‎ স্থানীয় সূত্রে জানা যায়, বদিউল আলম তার পরিবার নিয়ে মেয়ের নানা শ্বশুরের জানাজা শেষ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আশরাফ সিদ্দিকী বলেন, দুর্ঘটনা খবর পেয়ে রেল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়; কিন্তু ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।