সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা মা-মেয়ে নিহত হন। আহত হয়েছেন একই পরিবারের আরও ২ জন।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার মৌলভীপাড়া এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত মাসুদা আক্তার (৫০) ও সানজিদা আক্তার চুমকি (২৮) সম্পর্কে মা-মেয়ে। আহত বদিউল আলম ও তার নাতি সাফওয়ান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা পৌর সদরের মৌলভীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বদিউল আলম তার পরিবার নিয়ে মেয়ের নানা শ্বশুরের জানাজা শেষ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আশরাফ সিদ্দিকী বলেন, দুর্ঘটনা খবর পেয়ে রেল পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়; কিন্তু ওই সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।