পার্বতীপুরে দুইটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন অজ্ঞাত ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে অন্য আর একজন মহিলা পারিবারিক কোলহের জেরে গলায় দড়ি দিয়ে আত্ম হত্যা করেছে। ঘটানা দুইটি ঘটেছে গতকাল শনিবার(১৩ সেপ্টেম্বর) শহরের বাবুপাড়া ও উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হরিপুর গাজামাড়ি গ্রামে।
পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায় শহরের বাবুপাড়া মহল্লায় মসজিদ সংলগ্ন পুকুরে ওই দিন সকালে গোসল করতে নেমে অজ্ঞাত একব্যক্তি পানিতে ডুবে মারা যায়। তার পরিচয় জানা যায়নি। অপর দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হরিপুর গাজামাড়ি গ্রামের শ্রী মিলন চন্দ্রের স্ত্রী চম্পা রানী(৩৬) পারিবারিক কোলহের জেরে অভিমান করে ভোরে বাড়ীর পাশে গাছের সাথে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্বার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ দুটি ঘটনায় থানায় পৃথক পৃথক দুটি ইউডি মামলা দায়ের হয়েছে।