গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা হাট চলাকালীন শতবর্ষী বটগাছ ভেঙে আহতদের মধ্যে শাজু (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সম্প্রতি টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হতদরিদ্র শাজাহান আলী শাজু হাদিরা গ্রামের মৃত সোমেদ আলীর সন্তান। গত প্রায় ৪০ বছর আগে ঘরজামাই হয়ে বন্দ হাদিরার স্থায়ী বাসিন্দা হন তিনি।দিনমজুর ৩ পুত্র সন্তানের জনক হলেও অবহেলায় স্ত্রীকে নিয়ে থাকতেন আলাদা ।
ঘটনার দিন বাজার করতে আসা শাজু বটগাছ ভেঙ্গে নীচে চাপা পরে। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত শাজুকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
পরে শনিবার বাদ যোহর বন্দ হাদিরা নূরানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, নগদা শিমলা বাজারে ৩১ জুলাই বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে শতবর্ষী বিশাল বটগাছ ভেঙে পড়লে ১৭ জন আহত হন। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের দেখতে তাৎক্ষণিকভাবে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।আহতদের খোঁজখবর নেন। তাদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।