রাজশাহী নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভার সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থান জামে মসজিদ পুকুরে গোসল করতে নেমে ১৫ বছর বয়সী এক অষ্টম শ্রেণির ছাত্র পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত ছাত্র রাফসান রাব্বি রাজশাহী অগ্রণী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং নগরীর উপরভদ্রা এলাকার শফিকুল ইসলামের পুত্র। রাব্বি ওই এলাকায় পরিবারের একমাত্র ছেলে। স্থানীয় সূত্র জানায়, রাফসান রাব্বি তার কয়েকজন বন্ধুর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থান জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় কিছুক্ষণ পর তার আর পানির উপরে দেখা মেলেনি। এরপর বন্ধুদের চেষ্টায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সে পানিতে ডুবে মারা যায়।

এদিকে রাজশাহীর পবা উপজেলার তেবাড়িয়া গ্রামে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই এক ব্যক্তির মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পবা থানার পুলিশ জানায়, নিহত মোজাম্মেল হোসেন (৪৫) সকালে গাছে উঠে কাঁচা বাঁশের ঝোঁকা দিয়ে আম পাড়ছিলেন। গাছটির ভেতর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিল। আম পাড়ার সময় বাঁশের ঝোঁকাটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।