মোহাম্মদ আলী সানু, ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি বুড়ির হাটের স্থায়ী বাসিন্দা, ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহসুপার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত ২৮ সেপ্টেম্বর সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তিকাল করেন।

মরহুমের জানাযা নামাজ একইদিন রাত ৮টা ৩০ মিনিটে ব্যাপারিটোলা আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের ব্যক্তি জীবন, কর্মময় রাজনৈতিক অধ্যায় ও অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্দাজুল ইসলাম, উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, বাইতুলমাল সেক্রেটারি কাজি রোকুনুজ্জামান বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জানাযায় হাজারো ধর্মপ্রাণ মানুষ ও গুণগ্রাহী অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।