নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : ‎পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরের পাশে বাঁশে লাগা আগুন নেভাতে গিয়ে ঐ বাঁশ কাটায় মো. রনি (২৬) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় কিছুটা আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ। সম্প্রতি উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই গ্রামের মো. হারুন- অর -রশিদের ছোট ছেলে। তিনি পেশায় একজন রেন্ট-এ-কার (মোটরসাইকেল) চালক ছিলেন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।