নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নাহিদ ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাহিদ ইসলাম জেলার সদর উপজেলার সোনারায় ধনীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ দুর্ঘটনাটি ঘটে, গত শনিবার রাতে নীলফামারী সৈয়দপুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন হরিবল্লভ প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাহিদ মোটরসাইকেল নিয়ে নীলফামারী হতে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। ওই স্থানে আসামাত্র একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক হতে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে নাহিদের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।