শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় যুবলীগ নেতার অবৈধ্য বিদ্যুতের টানা রাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রান হারিয়েছে। ঘটনাটি ঘটেছে শুত্রুবার শার্শা উপজেলার সেতাই গ্রামে। রাসেল সেতাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ও স্থানীয় হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামের যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকির তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তার আম বাগানের মধ্যে দিয়ে মাছের ঘেরে অবৈধভাবে বিদ্যুতের টানা সংযোগ নেয়। সে তার আম বাগান একই গ্রামের জালাল শেখের কাছে বর্গাদেয়। শুক্রবার জালাল শেখ আম বাগানে গাছের শুকনো ডাল কাটার সময় বিদ্যুৎ এর তার ছিড়ে যায়। জালাল শেখ বিদ্যুৎ এর তার মেরামত না করলে বাগানের ভিতরে বিদ্যুতের তার পড়ে থাকে । জালাল শেখ আম গাছের শুকনা ডালগুলো স্থানীয় স্কুল শিক্ষক জুয়েল রানার কাছে বিক্রি করে।

এরপর স্কুল শিক্ষক জুয়েল রানা তার প্রাইভেট ছাত্রদের দিয়ে আম বাগান থেকে কাঠগুলো আনতে বলে। এ সময় অসাবধানতায় রাসেল বিদ্যুতের ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

এ ঘটনায় যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকির মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য দৌড়ঝাপ মুরু করে। অভিযোগ রয়েছে স্থানীয় একটি অসাধু মহল ও শার্শার বাগআঁচড়া এলাকার কিছু অসাধু ব্যক্তি সংবাদকর্মী পরিচয় দিয়ে ঘটনাটি সংবাদ আকারে প্রচার না করার জন্য যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকিরের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। যে কারণে ময়না-তদন্ত ছাড়াই কিশোর রাসেলের লাশ দাফন সম্পন্ন হয়।