চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সম্প্রতি গভীর রাতে হালিশহর থানাধীন ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শাহারিয়ার আজিজ অনিক (২৭) ও মো. সোহান (২৭)। দুজনই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, অনিক নোয়াখালী জেলার বাসিন্দা হলেও তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতেন। অপরদিকে সোহান নগরীর আগ্রাবাদ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, রাত সাড়ে ১১টার পর দুই বন্ধু পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে আউটার রিং রোড ধরে ফিরছিলেন। তখন বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় চিটাগাং ফিলিং স্টেশন থেকে বের হওয়া কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগলে তারা ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।