হিলি (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় আম বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে নাবিল পরিবহনের ৪জন এবং আম বোঝাই ট্রাকের ১জন নিয়ে মোট ৫জন নিহত হয়।
ঘটনাটি ঘটেছে ঘোড়াঘাট নুরজাহানপুর নামক স্থানে গভীর রাতে। নাবিল পরিবহন ঢাকা যাওয়ার পথে নুরজাহানপুর নামক স্থানে ট্রাকটির ডালা ভেঙে পড়লে এ সময় যাত্রীবাহী নাবিল পরিবহন দ্রুত এসে ট্রাকে সজরে ধাক্কা মাড়ে। এতে নাবিল পরিবহনের ৪জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং ৭ জন আহত। বর্তমানে আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদরের কেকে বাড়ি গ্রামের হাশেম আলীর কন্যা তামান্না (২৫), একই জেলার বড় বালিয়া গ্রামের মো. তারিকুল ইসলামের ছেলে মোঃ আরিফ ইসলাম (২৫), নওগাঁ সদরের পার পুর গ্রামের মৃত আক্কাস ছেলে আমিনুল ইসলাম (৪৭) (সুপারভাইজার), পঞ্চগড় জেলার বোদা উপজেলার টুনির হাটের মো. খালেক আলীর ছেলে সেনাসদস্য এরশাদ হোসেন রাশেদ (২৫) ও ঢাকার আমিন বাজার এলাকার মোঃ রাহাত (৩৫)। গুরুত্বর আহতরা হলেন- রানা, মৃত্তিকা,সাকিব, নাছিমা, গাজীবুর, তরিকুল ও ফকরুল ইসলাম।
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ জনের মধ্যে রাকিব নামের একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপর নিহতদের -পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায় লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস, একটি প্রাইভেটকার ও ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক সহ ২ জন যাত্রী মারা যান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ওসি মো:জাকির হোসেন জানান বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহত ২ জনই পুরুষ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অপর জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। এতে আরো নারী পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।