গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকান্ডে কাঠুরিয়া ফার্নিচার ও পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোরে পৌরশহরের চাঁচকৈড় কাঠহাটায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কাঠুরিয়া ফার্নিচারের স্বত্ত্বাধিকারী ফাহাদ কবির শোভন জানান, ভয়াবহ অগ্নিকান্ডে কাঠের নকশা করা তিনটি যন্ত্র, ৩০ সেট খাট, ৫ সেট ওয়ারড্রপ সহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের আব্দুর রাজ্জাক ফকিরের পাটের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এতে তারও প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তিন ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শান্তিগঞ্জ : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

গত শুক্রবার উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, সফল গ্রামের আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া, আবুল হাসনাত, আব্দুল বাছিত ও আব্দুল জাহির আব্দুল তাহির। দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে সলফ গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। পড়ে আগুনের তীব্রতায় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ১০টি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল কিছুই করতে পারলাম না। এখন আমরা নি:স্ব।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা পাঠিয়েছি। আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।