গত সোমবার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী মাদাম বিবিরহাট চেয়ারম্যান ঘাটা এলাকায় কামাল স্টীল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম ৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সীতাকু- উপজেলার জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবু তাহের, জামায়াত নেতা মুহাম্মদ শামসুল হুদা, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতে সভাপতি মোশাররফ হোসেন মৃধা, সেক্রেটারি জমির উদ্দিন, ১০ নম্বর সমিলপুর ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।

জামায়াতে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত কামাল স্টীল মার্কেটের মালিক জামায়াত নেতা কুতুবউদ্দিন শিবলী, দোকানের মালিক ও ব্যবসায়ী কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন, মোখতার ও মুহাম্মদ শাহীনসহ অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও ক্ষতিগ্রস্ত দোকান স্পট ঘুরে দেখেন। চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, কামাল স্টীল মার্কেটে প্রায় ৩ কোটি টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে। এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও তাদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।