নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে কিশোর রাব্বি মিয়া (১৮) ও দুর্গাপুরের চিনাকুরি বিলে বজ্রপাতে দুইটি গরু মারা গেছে। গত বুধবার সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাটিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে বুধবার সকালে রাব্বি মিয়া বাড়ির সামনে বাদাম ক্ষেতে বাদাম তুলতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বৃষ্টি কিছুটা কমলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় সিধলী বাজারে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে একইদিন সকাল ১১টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেতাপাড়া গ্রামের বর্গা চাষি জামাল মিয়ার গরু চীনাকুড়ি বিলে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে দুটি গরু মারা যায়। এতে ওই কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়।